শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ পূর্বাহ্ন


গোলাপগঞ্জের বন্যার্তদের মধ্যে গ্রাম উন্নয়ন কর্ম’র (গাক) ত্রাণ বিতরণ

গোলাপগঞ্জের বন্যার্তদের মধ্যে গ্রাম উন্নয়ন কর্ম’র (গাক) ত্রাণ বিতরণ


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)।

বুধবার দুপুর ২টায় বিতরণ অনুষ্ঠানে ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ রুবেল আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আমুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমান, ফিল্ড সুপারভাইজার জুবায়ের আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, ফিল্ড সুপারভাইজার দ্বীপ সমাজপতি রুবেল, অলিউর রহমান, ক্যাশিয়ার তারিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

এসময় সুন্দিশাইল এলাকা সহ সদর ইউনিয়নের চৌঘরী, শেরপুর, ফাজিলপুর গ্রামের শতাধিক পানিবন্দি পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin