সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন


গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘা ইউনিয়ন পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছানা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের হাতিয়ার৷ আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্যায়িদ আহমদ সুহেদ, গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম।

এছাড়াও বাঘা ইউনিয়ন পরিষদের বিট অফিসার, গোলাপগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর খান মোঃ জালাল উদ্দিন, সহকারি সাব-ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন সহ বাঘা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin