গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে পৌর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডে আব্দুল আহাদ নামের এক কৃষকের খঁড়ের গাদা পুড়ে ছাইঁ হয়ে যায়।
তাৎক্ষণিক সিলেট আলম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রণে আনলে অল্পের জন্য রক্ষা পায় আশপাশের কয়েকটি পরিবার।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, স্থানীয় কাউন্সিলর এম ফজলুল আলম প্রমুখ।
আব্দুল আহাদ জানান, সন্ধ্যার দিকে হঠাৎ শুনতে পাই আমার বাতানের খড়ের ঘরে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব খড় ছাঁই হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে আমার জানা নেই।