গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে একই পরিবারের ৭জন সহ নতুন আরও ১৩জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন।
নতুন শনাক্তরা হলেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের করোনা আক্রান্ত হয়ে নিহত হেলাল উদ্দিনের পরিবারের রেহানা বেগম (৫০), জুমা বেগম (২৮), সাদিয়া বেগম (১৫), শিল্পী বেগম (৪০), রিপা বেগম (২৮), রাজু আহমেদ (৩৫), রায়হান আহমদ (৩), দক্ষিণ ভাগ গ্রামের বিদেশ যাত্রী আব্দুর রহমান (৩৩) ও ফারহানা আক্তার (৬৪), বাঘা ইউনিয়নের রোস্তমপুর গ্রামের আনু মিয়া ওরফে আব্দুল মন্নান (৩৭), আমুড়া ইউনিয়নের ডামপাল গ্রামের বিদেশ যাত্রী সয়েফ উদ্দিন (৬৮) এবং বিদেশ যাত্রী সাকু বেগম ও সফিকুর রহমান। এই দুইজনের ঠিকানা জানা যায়নি।
নতুন ১৩জন সহ গোলাপগঞ্জ উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২০৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন এবং মারা গেছেন ৯জন।