শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন: নির্দেশনা না মানায় জরিমানা

গোলাপগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন: নির্দেশনা না মানায় জরিমানা


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন। রোববার সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করে উপজেলা প্রশাসন।

সরকারি নির্দেশনা অনুসারে বিকাল ৫টার মধ্যে ঔষধের ফার্মেসী ব্যাতিত সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। কিন্তু এই নির্দেশনা না মানায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে দুই ব্যাবসা প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

একই দিন সামাজিক দূরত্ব বৃদ্ধিতে উপজেলার বিভিন্ন বাজার ও খেলার মাঠে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন৷ এসময় সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে অযথা ঘুরাঘুরি, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪জন কে ৫হাজার ৩০০টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। প্রশাসনের এসব কাজে সেনাবাহিনীর আমাদের সহযোগিতা করে যাচ্ছে।
এই ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকতে হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin