গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আজির উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজির উদ্দিন কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন । বুধবার সকালে হঠাৎ করেই নিজ বাড়িতে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরী জানান, করোনা ভাইরাসের সবগুলো উপসর্গ নিয়েই আজির উদ্দিনের মৃত্যু হয়েছে। যে কারণে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে আজির উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা। রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।