বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে করোনার সংক্রমণ রোধে বিভিন্ন সড়কে পৌরসভার জীবাণুনাশক স্প্রে

গোলাপগঞ্জে করোনার সংক্রমণ রোধে বিভিন্ন সড়কে পৌরসভার জীবাণুনাশক স্প্রে


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে পৌর শহরের বিভিন্ন সড়কে করোনার সংক্রমণ রোধে বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে এ জীবাণুনাশক স্প্রে করা হয়।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামিলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ জহির উদ্দিন সেলিম, পৌর কাউন্সিলর জবান আলী, এম ফজলুল আলম, রুহিন আহমদ খাঁন, আব্দুল জলিল, জামাল আহমদ জানাল, নাজিম উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, শাকিল আহমদ প্রমুখ।

মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে আতংকিত না হয়ে সতর্ক ও সাবধান থাকতে হবে। এ মহামারি ভাইরাসের সংক্রমণ রোধে গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin