গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে করানার উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয়। মৃতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন গ্রামে। মৃৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক জন্মেজয় দত্ত।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত দুই-তিন দিন আগে হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তিনি।