গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলার বাঘায় গৃহবধু লাকী খুনের প্রতিবাদে ও খুনিদের দৃষ্ঠান্তমূলক শান্তির দাবীতে পরগনা বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় বাঘা ইউপি সদস্য কামাল আহমদের সভাপতিত্বে ও বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, প্রবীণ শিক্ষক গোলাপগঞ্জ পৌর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নুরুল হক, বাঘা ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম কলিম, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির সেলিম, উপজেলা বিএনপি নেতা আহাদুর রহমান কামরুল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান, প্রভাষক জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজি আবুল কালাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, পরগনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেহান উদ্দিন, বাঘা ইউনিয়নের সাবেক মেম্বার সেবুল আহমদ, বাদেপাশা ইউপি সদস্য ললাই মিয়া, আমিন আলী মেম্বার, সাবেক ছাত্রনেতা হাবীব উল্লাহ দস্তগীর, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যক্তিত্ব বশির আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন লাকী বেগমকে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে তার স্বামী দানা মিয়া উরফে দারা মিয়া খুন করেছে। এসময় তার পরিবারের অনেকেই এ অপকর্মে তাকে সহযোগীতা করেছে। মানব বন্ধনে বক্তারা খুনি দানা মিয়া ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।