গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে পিতা পর চলে গেলেন মাও। রবিবার (৫এপ্রিল) অসুস্থ অবস্থায় মিনারা বেগম (৪৫) কে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনিও মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এ ঘটনায় পুলিশ ছেলে রাহেল আহমদকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত ২৭মার্চ সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে আবদুল করিম খান (৬০) এর ছেলে রাহেল আহমদ (৩৫) বাড়ির সামনের গাছ কাটতে গেলে তার পিতা করিম খান ও তার মাতা মিনারা বেগম (৪৫) বাধা দেন।
এসময় তাদের সাথে ছেলের বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে রাহেল আহমদ উত্তেজিত হয়ে হাত্র থাকা কোদাল ও দা দিয়ে পিতা ও মাতার উপর হামলা করে।
স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে আসলে ছেলে রাহেল আহমদ পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলেই করিম খান মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক স্থানীয়রা মিনারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর কিছুটা সুস্থ হলে মিনারা বেগমকে বাড়িতে নিয়ে আসা হয়।
রোববার হঠাৎ আবার শরীর খারাপ হয়ে গেলে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা যায়।