গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সোমবার (৩০ আগস্ট )সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ।
সোমবার সকালে উপজেলা পরিষদ পকুরে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ হাসিবুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: পারভেজ তালুকদার, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যংকের সমন্নয়নকারী সফিকুল ইসলাম, উপ সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালী।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবিরসহ অতিথিবৃন্দ।