গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হয়েছে ৬টি গরু। শনিবার দিবাগত রাতে উপজেলার শরীফগঞ্জ ইউপির কদুপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাতের কোন এক সময় কদুপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল আহাদ ও রাসেল আহমদের গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গোয়ালঘরে থাকা ৬টি গরু দগ্ধ হয়। এছাড়াও গোয়ালঘর ও আশপাশের পাছপালা আগুনে পুড়ে যায়।
ভুক্তভোগী আব্দুল আহাদ বলেন, আমি অসহায় কৃষক। কে বা কারা হিংসার বশবর্তী হয়ে গোয়ালঘরে আগুন দিয়েছে। এতে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, কোন দুস্কৃতিকারীরা রাতের আঁধারে গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা হলে আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল।
এঘটনায় রোববার সকালে কুশিয়ারা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।