শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন


গোলাপগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত ৩ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ, বাড়ি লকডাউন

গোলাপগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত ৩ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ, বাড়ি লকডাউন


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে আমুড়ায় ইউনিয়নে নারাগঞ্জ ফেরত একই বাড়ির ৩ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তাদের বাড়ি গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শবনম শারমিন এ নির্দেশ দেন। এছাড়াও তাদের এই বাড়িটি লকডাউন করা হয়।

শবনম শারমিন বলেন, নারায়ণগঞ্জ থেকে ৩ ব্যাক্তি আমুড়া ইউনিয়নের বাঙালীগুল গ্রামে

এসেছেন এমন খবর পেয়ে আমরা তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি। সেই সাথে

তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে। এই নির্দেশ না মানলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসন সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin