গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে উপজেলা পরিষদে উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকের নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে আফজাল হুসেন (২৫) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) রাত ১২ টার দিকে উপজেলার পৌর শহরের টিকরবাড়ি এলপি গ্যাস ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে। সে উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র।
জানা যায়, উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে ঘোড়া প্রতীকের পোস্টার লাগাতে টিকরবাড়ির পাশে এলপি গ্যাস ফিল্ডের দেওয়ালে উঠতে চাইলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আফজাল হোসেনে বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে ঘোড়া প্রতীকের পোস্টার লাগাচ্ছিল। এসময় টিকরবাড়ির পাশে এলপি গ্যাস ফিল্ডের দেওয়ালে উঠতে চাইলে সে বিদ্যুৎপৃষ্ট হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যত নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে রাত আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।