সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে তানিম আহমেদ (২১) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের নজরুল মিয়ার পুকুরে গোসল করতে এসে পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত তানিম আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সুবহান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জান যায়, ওইদিন সন্ধ্যায় মাঠে খেলা শেষে কয়েকজন যুবক লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের নজরুল মিয়ার পুকুরে গোসল করতে নামে। এসময় সাঁতার জানে না একজন যুবক পানিতে ডুবে যাচ্ছে দেখে নিহত তানিম আহমদ ওই যুবককে উদ্ধার করতে পানিতে নামে।
ওই যুবককে বাঁচালেও তানিম পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তানের সন্ধান না পাওয়ায় স্থানীয়রা গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরআ এসে তানিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin