বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:১৬ অপরাহ্ন


গোলাপগঞ্জে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

গোলাপগঞ্জে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে আতিক আহমদ নামের এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বাঘা ইউনিয়নের খালপার গ্রামের মোবারক আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গোলাপগঞ্জ থানার ২০০৬ সালের একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী। ২০০৯ সালে তার বিরুদ্ধে আদালত ফাঁসির রায় শুনায়। সে দীর্ঘদিন থেকেই পলাতক ছিল।

পুলিশ আরো জানায়, সে তার মামাকে নাম পরিবর্তন করে আরেকটি স্থানে বসবাস করায় দীর্ঘ দিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin