গোলাপগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দী রয়েছেন গোলাপগঞ্জের মানুষও। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। এই ঘরবন্দি অসহায় মানুষদের সহায়তা করতে মানবতার ফেরিওয়ালা হয়ে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করছেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
তারই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ফুলবড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লাগ্রাম নয়া মসজিদ মালিপাড়ায় ২শত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া।
বিতরণকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগনেতা, ইউপি সদস্য আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক তুতি চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান মুহিব, উপজেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ প্রমুখ।