শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন


গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদের উদ্বোধন

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদের উদ্বোধন


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

স্বাধীনতা দিবসে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কতোয়ালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বাদ জোহর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক দোয়া মাহফিলের মধ্যে দিয়ে এই মসজিদের উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদের প্রতিষ্টাতা
মোঃ লাল মিয়ার সভাপতিত্বে ও মাহবুবুর রহমান শিবলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, কর্ণফুলী পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুর শাফী চৌধুরী এলিম।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পীর মাওলানা আব্দুল হাদী তোয়াক্কুলী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কানাইদত্ত, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম,সদস্য জাফরান জামিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জিল্লুর রহমান, দৈনিক ডেসটিনি পত্রিকার সিলেট প্রতিনিধি বিকাশ ধর বাবলু, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সমাজ সেবক ছাব্বির আহমদ, মেরাজুল ইসলাম নাবিল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদুল হক মিজু, ইমাম আব্দুস সোবহান, মুরব্বী আব্দুল মতিন, ওয়াহিদুজ্জামান, ফয়জুল ইসলাম শিবলু, আতিকুর রহমান, আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন বাবলু, যুবলীগ নেতা জুবের আহমদ, মাজেদ আহমদ, গুলজার আহমদ, হাফিজ রায়হান আহমদ, ইঞ্জিনিয়ার নুর উদ্দিন প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin