স্টাফ রিপোর্ট:
গোলাপগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা সভাপতি শাকিল আহমদ (৩৮) নামে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (২০) আগস্ট রাতে উপজেলার পৌর শহরের চৌমুহনী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আবিদ আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল ও এস আই একলাছের নেতৃত্বে অভিযান চালিয়ে শাকিল আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ৪টি সিআর মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।