গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে বাদেপাশায় সিলেট আইডিয়াল সোসাইটির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় বাদেপাশা ইউনিয়নের রাকুয়ারবাজারে এ ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী।
সার্বিক ব্যবস্থাপনায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি প্রভাষক রেহান উদ্দিন রায়হান।
ইউপি সদস্য রিয়াজ উদ্দিন গেদাই ও সমাজসেবী ছালেহ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক ইউপি সদস্য বুরহান উদ্দিন, বিশিষ্ট মুরব্বি কামাল উদ্দিন, ইউপি সদস্য রাসেল আহমদ নাজির, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, রাকুয়ার বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি ময়েজ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস উদ্দিন আফাজ, মাস্টার খলিলুর রহমান, বিশিষ্ট মুরব্বি কুতুব উদ্দিন।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রায় ৩০০ পরিবারের মধ্যে লুঙ্গি, শাড়ী, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।