গোলাপগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গোলাপগঞ্জে ঘরে থাকা কর্মহীন ও অসহায় মানুষদের মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিমের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার সকালে উপজেলার কুশিয়ারা তীরবর্তী শরিফগঞ্জ ও ভাদেশ্বর এবং বুধবারীবাজার ইউনিয়নের প্রায় ৩ শতাধিক অসহায়দের মাঝে এ খাদ্যসামগ্রী তিনি পৌছে দেন।
মঞ্জুর শাফি চৌধুরী এলিম গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড় হাজার অসহায় ও হতদরিদ্রদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ, উপজেলা আওয়ামীলীগের নেতা উজ্জল আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, যুবলীগ নেতা এনামুল হক, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারি নজমুল ইসলাম প্রমুখ।