গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে কুশিয়ারা অঞ্চলের ৮০জন মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বৃত্তি প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে ও মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ আব্দুল মজিদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক নাঈম ইসলাম।
ক্বারী আমির হোসেনের কোরআন তেলাওয়াত ও সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মো: দেলাওয়ার হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বকুল মিয়া, মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো: জামাল উদ্দিন, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ মুক্তাদির, মীরিগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক, মীরিগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, শুকলাল বিশ্বাস, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি বদরুল ইসলাম, রায়হান উদ্দিন, মীরগঞ্জ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এনামুল করিম, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ রেজাউল করিম।
অনুষ্ঠানে ৮০ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মধ্যে ৩হাজার টাকা করে মোট ২লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।