গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া আজির উদ্দিন (৭০) নামের ওই বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। সোমবার (২০এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
তিনি বলেন, গত ১৫ এপ্রিল আজির উদ্দিন নামের ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন তাঁর নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণ করা হয়। আজ এই বৃদ্ধের রিপোর্ট নেগেটিভ আসে। মৃত আজির উদ্দিন রায়গড় গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে।