মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন


গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ কলাশহর গ্রামের মো. হানিফ আলীর ছেলে শাখাওয়াত হোসেন হাদি (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের লোকজন দেখতে পান শাখাওয়াত হোসেন ঘরের ফ্যানের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়েছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পরিবারের লোকজন জানান, নিহত শাখাওয়াত গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফেরে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin