গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে রণকেলী বৃক্ষপ্রেমিক সমিতির উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ম বারের মতো বৃক্ষরোপণ করা হয়েছে। রবিবার দুপুরে গোলাপগঞ্জ চৌহমনীস্থ মর্তুজা মার্কেটের সম্মুখে সড়ক বিভাজকে ওষুধি গাছ রোপন করা হয়।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, রণকেলী বৃক্ষপ্রেমিক সমিতির সভাপতি আব্দুল লতিফ সরকার, সাধারণ সম্পাদক মুজাহিদুল মোস্তফা তালুকদার, সাংবাদিক সুলতান আবু নাসের, পৌর আওয়ামী লীগ নেতা ইমরুল হানিফ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, শ্রমিক নেতা লুৎফুর রহমান প্রমুখ।