বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে সংঘর্ষে আহত সুফিয়ান আর নেই

গোলাপগঞ্জে সংঘর্ষে আহত সুফিয়ান আর নেই


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সময় আহত আবু সফিয়ান (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৭ এপ্রিল) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আবু সুফিয়ান পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তছন আলী ছেলে।

বিষয়েটি নিশ্চিত করেছেন সংঘর্ষে নিহত তারিফ রহমানের বড় ভাই তাহমিদ রহমান।

তিনি বলেন, প্রায় ১ মাস ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকাল ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

উল্লেখ, গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ১৮ মার্চ শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তারিফ রহমান (২৫) নামের এক যুবক নিহত হন। এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দুই যুবক। এর মধ্যে আবু সুফিয়ানের অবস্থা ছিলো আশংকাজনক।

সংঘর্ষের ঘটনায় নিহত তারিফ রহমানের বড় ভাই তাহমিদ রহমান বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ ও ৩/৪জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৪জনকে পুলিশ গ্রেপ্তার করলে মূল আসামীরা এখনো পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃরা হলেন, রণকেলী পূর্ব দিঘীরপাড় নুরু পাড়া এলাকার মুক্তা মুয়ার ছেলে আবিদুর রহমান (১৯), কবির হোসেন এমরানের ছেলে আতিকুল ইসলাম নিপু (১৯), মৃত পছন আলীর ছেলে আব্দুস সালাম (৫৪), মৃত আবদুস ছত্তারের ছেলে কবির হোসেন এমরান (৫০)


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin