স্টাফ রিপোর্ট:
বন্যা কবলিত ছিলো পুরো সিলেট শহর, পানিতে বাসছিলো শত শত পারিবার। বন্যা শেষে অনেকটা কর্মহীন হয়ে পড়েছে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে অসহায় মানুষ।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বাঘা ইউনিয়নের বিভিন্ন বাজারে খাদ্য বিতরণ করেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্টাতা ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সভাপতি সরওয়ার হোসেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার হোসেন বলেন, আমি এই জনপদের কৃতি সন্তান। আপনাদের সূখে দু:খে আমি অতিথে ও ছিলাম এখনো আছি যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন আপনারা উনার জন্য দোয়া করবেন।
এসময় ২০০ শত পরিবারের মাঝে গরুর গুস্ত ও শুকনো খাবার বিতরন করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামি মোহাম্মদ কামাল, ইউপি সদস্য কামাল আহমদ, যুবলীগ নেতা কামরুল ইসলাম, কাউছার আহমদ, জামাল আহমদ, যুবলীগ নেতা মুরশেদ আহমদ, সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।