গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে রং দিয়ে বৃত্ত এঁকে দেওয়া হচ্ছে। রোববার (২৯ মার্চ) দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে গোলাপগঞ্জ বাজারের ঔষধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে এই বৃত্ত আঁকা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সরোনা ভাইরাস সংক্রমণ রোধে গোলাপগঞ্জ বাজারের শতাধিক নিত্যপণ্য ও ঔষধের দোকানের সামনে বৃত্ত আঁকা হয়েছে।
দোকান মালিক ও ক্রেতাদের সারিবদ্ধভাবে নিরাপদ দূরত্বে রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে দোকানের সামনে পণ্য কেনার ভিড়ও কমে গেছে।