গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জের সুরমা নদী থেকে শিকল পড়া অবস্থায় ৫০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বাঘা ইউনিয়নের রস্তমপুর এলাকার নদী পাড় থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি লাশ সুরমা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই এখলাছ মিয়া লাশ উদ্বারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পায়ে একটা শিকল বাধা রয়েছে, সেখানে দুটি তালা ঝুলানো রয়েছে।কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। লাশটা দুই তিন দিনের পুরনো মনে হচ্ছে। পুলিশ পরিচয় সনাক্তের চেষ্টা করছে বলেও জানান তিনি।