গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রী ও ছেলেদের হাতে বৃদ্ধের নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে এ মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার বৃদ্ধ জমির উদ্দিন।
মামলা নং-০৬/০৭-০৭-২০২০ । এঘটনায় আটককৃত স্ত্রী ও তিন ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সকাল ৯টায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই চক দক্ষিন গ্রামের জমির মিয়াকে স্ত্রী ও ৩ ছেলে নির্যাতন করে। মঙ্গলবার নির্যাতনের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে গেলে পুরো উপজেলা জুড়ে তুলপাড় শুরু হয়। নির্যাতনের পড় জমির মিয়া বিষ পানও করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জমির মিয়ার স্ত্রী আশকারুন বেগম(৪৫), বড় ছেলে ছালেক আহমদ(২৪) ও ছোট ছেলে মানিক মিয়া (২০)।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেন।