বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগের হিড়িক!

গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগের হিড়িক!


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে নেতা কর্মীদের পদত্যাগের হিড়িক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান দল ত্যাগের পর গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের অনেক ত্যাগী নেতা কর্মীরা নিজেদের ফেসবুকের টাইম লাইনে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করছেন। গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমদ চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম রেজা গত বুধবার (১৮ আগস্ট) রাতে স্বেচ্ছাসেবক দলের সকল পদ পদবী থেকে পদত্যাগ করেন।

এরই ধারাবহিকতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান, দেলওয়ার হোসেন, ফয়েজ আহমদ, জাকির হোসেন খান, বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবুল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজিম উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ তাহারাও স্বেচ্ছাসেবক দলের সকল পদ পদবী থেকে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম সত্যত্বা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আমরা নিজেদের ফেসবুক টাইম লাইনে স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক দলের সকল পদ পদবী থেকে পদত্যাগ করেছি। এখন আমরা সবাই এক সাথে গনমাধ্যমকে জানিয়ে আনুষ্ঠানিক ভাবে স্বেচ্ছাসেবক দলের সকল পদ পদবী থেকে পদত্যাগ করলাম।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin