বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন


গোলাপগঞ্জে ১১বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গোলাপগঞ্জে ১১বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

গোলাপগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে আবুল হোসেন ওরফে বলাই (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে বাঘা ইউনিয়নের এখলাছপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল হোসেন বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত আয়াজ আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামী আবুল হোসেন শিশুর বসতবাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতো। এর সুবাধে গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আসামি শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর এস আই জাহাঙ্গীরের নেতৃত্বে আসামীর নিজ গ্রাম বাঘার এখলাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০১, তারিখ ০৪/১০/২১) দায়ের করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin