গোলাপগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসে ঘরে বন্দি থাকা অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে গোলাপগঞ্জ ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন। সোমবার দুপুরে পৌর এলাকার ছিটা ফুলবাড়ির অর্ধ শতাধিক পরিবারে কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসব খাদ্যসামগ্রী বিতরণে আর্থিক সহায়তা করেন গোলাপগঞ্জ ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের আহবায়ক রোটারিয়ান প্রকৌশলী শিবু প্রসাদ দাস, যুগ্ম আহবায়ক প্রকৌশলী কামনাশীষ চক্রবর্তী, প্রকৌশলী সেলিম আহমদ, সদস্য সচিব আব্দুুুল হাকিম, কার্যকরী সদস্য প্রকৌশলী জুনেদ আহমদ, প্রকৌশলী আবু তাহের, প্রকৌশলী এহসানুল করিম চৌধুরী ।
এসময় ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের আহবায়ক রোটারিয়ান প্রকৌশলী শিবু প্রসাদ দাস বলেন, বর্তমান এই মহামারি ও দূর্যোগের সময় অসহায়দের জন্য সরকারের পাশাপাশি আমাদেরও সাহায্যের হাত প্রসারিত করতে হবে। তিনি সকল বিত্তবানদের অসহায় পাশে দাঁড়াতে আহবান জানান।