গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার টিকিট পেলেন,সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী’র সহোদর, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। শুক্রবার ৯টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। এ তথ্য নিশ্চিত করেন ঢাকায় অবস্থানরত গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ।
এ খবর গোলাপগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ গোলাপগঞ্জ পৌর শহর,ঢাকাদক্ষিন,ভাদেশ্বর ও হেতিমগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেন। উল্লসিত নেতা কর্মীরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এম পি ও মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের পক্ষে নানা শ্লোগানে মুখরিত করে তুলে।
গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে মিষ্ট বিতরণে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, ইমরুল হানিফ, হাদিউজ্জামান মাছুম, তাজির উদ্দিন, আব্দুল মালেক, সুমন আলী, বেলাল আহমদ, আফজাল হোসেন সোহেল, সাঈদ আহমদ, সাহেদ আহমদ, সাইফুল ইসলাম জুবেদ, হুমায়ুন কবির মান্না, জিয়া উদ্দিন, মঈন উদ্দিন, মক্তার আহমদ, পৌর যুবলীগ নেতা আফজাল হোসেন আক্তার, আলা উদ্দিন, রুহুল ইসলাম, রাহি আহমদ আমির, ছাত্রলীগ নেতা আপন ইকবাল তানভীর, সাজন আহমদ, আবুল কাশেম রুহিত, ফাহাদ আহমদ, পিংকু মালাকার, মুরাদ আহমদ সামী, হাসান আহমদ, রুহুল আমিন প্রমুখ।