গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন অফিসে এ মনোনয়ন দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দোলাল, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ।
বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, এডভোকেট মনসুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহেল আহমদ, কাউন্সিলার রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হব।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল আজ মঙ্গলবার, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।
উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান জানান, নির্বাচনের এখন পর্যন্ত নৌকার প্রার্থী সহ দুজন মনোনয়ন দাখিল করেছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু ভাবে হয় এজন্য যা যা করার আমরা করবো।