শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন


গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বৈশাখী ভাতা অসহায়দের প্রদানের সিদ্ধান্ত

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বৈশাখী ভাতা অসহায়দের প্রদানের সিদ্ধান্ত


শেয়ার বোতাম এখানে

­ গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বৈশাখী ভাতা উপজেলার অসহায় মানুষদের প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

এদিকে উপজেলা প্রশাসনের এমন উদ্যোকে উপজেলাবাসী স্বাগত জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, দেশের এমন অবস্থায় উপজেলার অনেক পরিবার অসহায় জীবনযাপন করবে। তাদের একটু সহযোগিতার জন্যই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বৈশাখী ভাতা তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin