গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বৈশাখী ভাতা উপজেলার অসহায় মানুষদের প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
এদিকে উপজেলা প্রশাসনের এমন উদ্যোকে উপজেলাবাসী স্বাগত জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, দেশের এমন অবস্থায় উপজেলার অনেক পরিবার অসহায় জীবনযাপন করবে। তাদের একটু সহযোগিতার জন্যই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বৈশাখী ভাতা তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।