গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে যথাযথ মার্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গতকাল রোববার (১৫ই আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমেই গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর পর্যায়ক্রমে গোয়াইনঘাট উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট সার্কেল, গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট সরকারি কলেজ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালভাবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইব্রাহিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম. এ. মতিন ও সাবেক সভাপতি মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আসলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী, যুগ্ম-সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন ও ফরিদ আহমদ শামিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি কামাল আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা লুৎফুল হক, মুজিবুর রহমান, কামরুল হাসান, দেলোয়ার হোসেন, সুবাস দাস, ওলি উল্লাহ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আহমেদ মুস্তাকিন, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম করিম শামিম, ছাত্রলীগ নেতা গোলাম রবাবানী সুমন।
অনুষ্ঠান শেষে উপজেলা হাসপাতালের রোগীদের মাঝে খাদ্য বিতরণ এবং উপজেলা কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।