শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন


গোয়াইনঘাটে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধার উপর হামলা

গোয়াইনঘাটে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধার উপর হামলা


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

গোয়াইনঘাটে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা, তার মেয়ে ও জামাইয়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার হাদারপার গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় আহত মুক্তিযোদ্ধা মো.মিয়াজ আলী বাদি হয়ে ১০ জনের নামোল্লেখ করে জেলা পুলিশ সুপারের কাছে গত (২৮মার্চ) একটি অভিযোগ দায়ের করেন।

হামলায় আহত মুক্তিযোদ্ধা মো.মিয়াজ আলী (৭০) উপজেলার হাদারপার গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে, তার মেয়ে শিল্পি বেগম ও তার স্বামী চান মিয়া। 

অভিযোগ সূত্রে জানা যায়,  উপজেলার উপরগ্রামের হাদারপারের মো.ইসমাইল আলীর কাছ থেকে চুক্তি পত্রের মাধ্যমে জমি কিনেন মুক্তিযোদ্ধা মো.মিয়াজ আলী। ওই জমিতে মিয়াজ আলী বাড়ি-ঘর নির্মাণ করতেছেন। একই গ্রামের হামলাকারী আক্তার মিয়া অনেকদিন যাবত থেকে মুক্তিযোদ্ধা মিয়াজ মিয়ার কাছে পুলিশের সোর্স পরিচয় দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে ঘর-বাড়ি ভেঙে বাড়ি থেকে তাড়িয়ে দিবে বলে বিভিন্ন সময় হুমকি প্রদান করে আসছিল। চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হামলাকারী আক্তার মিয়া ফন্দি তৈরি করে।

গত ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আক্তার মিয়াসহ অভিযোগে উল্লেখিত আসামিদের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা মিয়াজ মিয়ার বাড়িতে হামলা করে। এসময় তারা ঘরের যাবতীয় জিনিষ পত্র ভেঙে চুরমার করে দেয়। এসময় মুক্তিযোদ্ধা মিয়াজ মিয়ার মেয়ে শিল্পি বেগমের কান থেকে আট আনা ওজনের স্বর্ণের দুল, গলা থেকে ১ভড়ি ওজনের স্বর্ণের চেইন ও মিয়াজ মিয়ার মুক্তিযোদ্ধা ভাতার জমাকৃত ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় আসামিরা।

এসময় তাদের বাঁধা দিলে হামলার শিকার হন মুক্তিযোদ্ধা মিয়াজ মিয়া, তার মেয়ে শিল্পি বেগম ও তার স্বামী চান মিয়া। তাদের চিৎকার শুনে অভিযোগে উল্লেখিত স্বাক্ষীরা এগিয়ে আসলে হামলাকারীরা পরবর্তীতে বাড়ি-ঘর জোরপূর্বক দখল করে নিবে ও প্রয়োজন হলে প্রাণে হত্যা করে লাশ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি প্রদান করে চলে যায়। এসময় স্বাক্ষীগণ আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা মিয়াজ মিয়া হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin