রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন


গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন : শিক্ষামন্ত্রী

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন : শিক্ষামন্ত্রী


শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক : সিলেটে শুরু হলো ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সককাল ১১টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এসময় সিলেটের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করেন।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

আগামী ১ অক্টোবর ৫ দিনের এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে মোট ৪৯৬ জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin