শুভ প্রতিদিন ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমার পালপুরে তিন মাসের এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ১১ টায় বাড়ির পাশের পুকুর থেকে সাহেরা জান্নাত নামে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর প্রায় পাঁচ ঘন্টা আগে সন্ধ্যার দিকে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাহেরা হারিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবার।
সাহেরা জান্নাত নগরের ৪০নং ওয়ার্ডের মোগলবাজার থানাধীন পালপুর এলাকার হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে।
জানা যায়, তিনমাসের শিশু সাহেরা জান্নাতকে শুক্রবার সন্ধ্যায় তাকে বিছানায় ঘুম পারিয়ে বাথরুমে গিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন বিছানায় শিশু নেই। ঘরে ও আশপাশে অনেকে খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি তাকে।
অবশেষে রাত ১১ টারি দিকে জান্নাতের মরদেহ পাওয়া যায় বাড়ি থেকে ১০০ মিটার দূরের পুকুরে।
হাফিজ আব্দুল কাইয়ুম জানান, তিন মাস বয়সী শিশুটি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় নিজ ঘর থেকে চুরি হয়। পরবর্তীতে বাড়ির সবাই অনেক খোঁজাখোঁজির পর রাত ১১টার সময় বাড়ির পিছনে পুকুরে তার লাশ দেখতে পান।
পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কাইয়ুম বলেন, আমি বুঝতে পারছি না আমার মেয়ে কিভাবে পুকুরে গেলো। কে তাকে সেখানে নিয়ে গেলো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।
এ ব্যাপারে মোগলাবাজার থানায় পুলিশের উপ পরিদর্শক মুকুল আহমেদ জানান, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে শিশুটি কিভাবে মারা গেল।