অবশেষে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সংক্রামন রোগ আইন অনুযায়ী অন্যান্য জেলার কেউ প্রবেশ করতে না পারেন, এ কারণে ওই লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন পথে লোকজন আসার চেষ্টা করছেন। তাই করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় মৌলভীবাজার জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।