স্পের্টস ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৬এপ্রিল) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলের চোটাক্রান্ত ক্রিকেটারদের আইসিসির অনুমতি ছাড়াই পরিবর্তন করতে পারবে দলগুলো। এরপর পরিবর্তন করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
আগামী ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।