শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন


চলতি অর্থ বছেরই রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে বাড়বে: ইমরান আহমেদ

চলতি অর্থ বছেরই রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে বাড়বে: ইমরান আহমেদ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

করোনার পর ১০ লাখ শ্রমিককে বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ বলেন, চলতি অর্থ বছেরই রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে বাড়বে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।ইমরান আহমেদ বলেন, গত বছরে রেকর্ড দশ লাখ শ্রমিক বিদেশে পাঠানো হয়েছে।

এছাড়া আগামী অর্থ বছরে রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।এ সময় মন্ত্রী আরও বলেন, গত বছরে করোনার কারণে প্রায় ৫ লাখ প্রবাসী কর্মী বিদেশ থেকে ফিরে আসে; এর মধ্যে সাড়ে চার লাখ শ্রমিক কাজে ফিরে গেছে।এর আগে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর পরিদর্শন করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin