সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন


চাল মিলবে এমন আশায়: ১০ কি:মি: হেটে গেলেন এক বৃদ্ধ: অত:পর

চাল মিলবে এমন আশায়: ১০ কি:মি: হেটে গেলেন এক বৃদ্ধ: অত:পর


শেয়ার বোতাম এখানে

মো: মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ প্রতিনিধি:
মৃত ব্যক্তির বাড়িতে চাল বিতরণ হবে, এমন সংবাদ শুনে চাল পাওয়ার আশায় উপজেলা সদর চন্ডিপুর গ্রাম হতে প্রায় ১০ কিলোমিটার দুরে পায়ে হেঁটে গিয়েছিলেন বৃদ্ধ জমিলা খাতুন (৬৫)।

কিন্তু গিয়ে দেখেন সেখানে কেউ মারা যাননি। চাল না পেয়ে অত:পর বির্মষ হয়ে বৃদ্ধা বন্ধ দোকানের সামনে বসে ছিলেন। স্থানীয় এক সংবাদকর্মী বিষযটি নজরে আসলে নিজেই কিনে দিলেন কিছু খাবার।

এ রকম পরিস্থিতি হয়ে দিনমজুর খেটে খাওয়া মানুষের। ঘটনাটি শনিবার সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারে।

সাংবাদিক আসহাবুল ইসলামকে বৃদ্ধা জানান, পৌরসভার ৫নং ওয়ার্ড চন্ডিপুর গ্রামে জমিলা খাতুন (৬৫) বাড়ি। স্বামী মৃত জয়নাল মিয়া। স্বামী সন্তান সবাই ছিলো। তিন ছেলে ও স্বামী বেঁচে নেই।

তিনকন্যা সন্তান নিয়ে অভাবের সংসার। নামেন ভিক্ষাবৃত্তিতে। দেশে করোনা ভাইরাস দেখা দিলে, ভিক্ষার জন্য মানুষের বাড়িতে গেলেও কেউি ভিক্ষা দেয় না। ভিক্ষা করে যা পান তা দিয়েই সংসার চলে।

শনিবার সকালে মাইকে শোনেছি মাধবপুরে একজন মানুষ মারা গেছে। চাল মিলবে এমন আশায় প্রচন্ড রোদ্দের মধ্যে পৌর এলাকা হতে পায়ে হেটে চলে আসেন মাধবপুরে। কিন্তু এখানে এসে দেখেন কেউ মারা যায়নি। বিমর্ষ অবস্তায় চোখ মুখ হতাশার ছাপ নিয়ে একটি বন্ধ দোকানের সামনে বসে ছিলেন।

দোকানের পার্শ্ববর্তী বাসা হতে বের হলে স্থানীয় সাংবাদিক আসহাবুল ইসলাম দেখতে পান বৃদ্ধ জমিলা বসে আছেন। বসার কারন জানতে চাইলে কেদেঁ বলেন পুরোঘটনা। সেই ঘটনা শুনে নিজ বাস হতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন বৃদ্ধ মহিলার হাতে। তখন বৃদ্ধা খুশিতে আবার পায়ে হেটে নিজ গন্তব্যে ফিরে যান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin