চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির উসমানপুর এলাকার মুড়ীছড়ার ইজারা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় চুনারঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের নেতৃত্বে অভিযান চালায়।
এ সময় জারুলিয়া গ্রামের মরম আলীর ছেলে মো. শাকিল মিয়া (২০), মৃত রজব আলীর ছেলে মো. কদর আলী (৩৫ ), আব্দুল মন্নাফের ছেলে মো. সোহেল মিয়া (৩৫), মো. ছোবাহানের ছেলে মো. স্বপন মিয়া (৩০), মৃত আমীন আলীর ছেলে মো. জুয়েল মিয়াকে (২৫) জরিমানা করা হয়েছে। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।