সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন


চুনারুঘাটে পুলিশের ওপর হামলা ঘটনায় ১৫ আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে পুলিশের ওপর হামলা ঘটনায় ১৫ আসামি গ্রেপ্তার


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত দেউন্দি চা বাগানের সুরেন্দ্র চাষার ছেলে সন্তোষ চাষা (৪৫), মহেশ বাকতির ছেলে কার্তিক চন্দ্র বাকতি (৫১), সন্তান চাষার স্ত্রী মনজু চাষ (৪০), সুরেন্দ্র চাষার ছেলে সংকীর্তন চাষা (৪৮), সংকীর্তন চাষার ছেলে শংকু চাষা (১৯), মৃত যােগল বাড়াইকের ছেলে নারদ বাড়াইক (৪৫), জহর বাকতীর ছেলে জগদীশ বকতী (৪০), মানিক লাল কায়স্থর ছেলে রাজীব কায়স্থ (৩১), মৃত মন্টু মালের ছেলে দীপক মাল (৪০), মৃত হরিলাল বারেকের ছেলে দীনার বারেক (৪৫), মৃত ঠাকুর দাস সাওতালের ছেলে আপন সাওতাল (৪৫), শানু মুড়ার ছেলে অনিল মুড়া (৩৭), মৃত অনিল কালিন্দির ছেলে অর্জুন কালিন্দি (৩৮), মৃত আং সামাদের ছেলে মাে. সাহেদ মিয়া (২৭), মৃত রাজারাম সাওতালের ছেলে সুবল সাওতাল (৫০)।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দামসহ একদল পুলিশ উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউপির দেউন্দি চা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সূত্রে পাওয়া, বৃহস্পতিবার সাড়ে রাত ৯টার দিকে চুনারুঘাট থানা পুলিশ দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পেয়ে ড্রাম ভর্তি বিপুল পরিমাণ চোলাই মদসহ সন্তোষ নামে মাদক ব্যবসায়িকে আটক করে। তাকে সিএনজি করে নিয়ে যাওয়ার সময় একদল মাদক ব্যবসায়িরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় এসআই তরিকুল ইসলাম, কনস্টেবল জুয়েল, ইমরান, লিটন, নির্মল আহত হন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin