লাইফস্টাইল ডেস্ক :
রাত জাগা বা অতিরিক্ত কম্পিউটার, টিভি দেখা ও স্মার্টফোনে সময় কাটানোর কারণে কালচে দাগ পড়তে পারে চোখের নিচে। জেনে নিন কীভাবে দূর করবেন এই দাগ।
আন্ডার আই প্যাচ : চোখের নিচের কালো দাগ দূর করতে আন্ডার আই প্যাচ ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়।
ক্রিম : বাজারে উন্নতমানের কিছু আন্ডার আই ক্রিম পাওয়া যায়। এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডার্ক সার্কেল দূর করতে কার্যকর। এক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড ও মিনারেল সমৃদ্ধ ক্রিম বেছে নিন।
শসা : চোখের উপর ঠাণ্ডা শসার টুকরা দিয়ে রেখে দিন আধা ঘণ্টা। ভালো ফল পেতে হলে সপ্তাহে তিন দিন এটি করুন।
আন্ডার আই সেরাম : চর্মরোগ বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো মানের একটি আন্ডার আই সেরাম ব্যবহার করতে পারেন। এটি চোখের বলিরেখা ও ফোলা অংশ দূর করবে।
বাদামের তেল : চোখর নিচের কালো দাগ ও ফোলা ভাব দূর করতে বাদামের তেল বেশ উপকারী। ভালো ফল পেতে রাতে ঘুমানোর আগে চোখের নিচে মেখে রাখতে পারেন।
আন্ডার আই জেল : চোখের নিচের কালো দাগ কার্যকরভাবে দূর করতে পারে উন্নতমানের আন্ডার আই জেল। ক্রিম তৈলাক্ত বলে যারা তা ব্যবহার করতে অনিচ্ছুক, তারা জেল ব্যবহার করতে পারেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া/ /ফেক্টবার্স;