নিজস্ব প্রতিবেদক : ছয়দিন পর সিলেটের সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগষ্ট) থেকে তারা কাজে যোগ দিয়েছেন।
সকালে এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে, রোববার একই আভাস দিয়েছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার জাকির হোসেন। এদিন তিনি মহানগর পুলিশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান সোমবারের মধ্যে ট্রাফিক পুলিশের কাজে যোগ দেয়ার কথা।
সেই অনুযায়ী সোমবার সকাল থেকেই কাজে যোগ দেন ট্রাফিক সদস্যরা। সকাল থেকেই সড়কে দেখা গেছে তাদের। ট্রাফিক পুলিশের সাথে স্কাউট এবং বিএনসিসির সদস্যদেরও অনেক স্থানে কাজ করতে দেখা গেছে।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সিলেটসহ সারাদেশে পুলিশের অনুপস্থিতে ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের নেতাকর্মী, স্কাউট এবং বিএনসিসির সদস্যরা। এবার ট্রাফিক পুলিশ কাজে ফেরায় ছয়দিন পর এ অবস্থার অবসান হচ্ছে।