বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন


ছাতকের মাদক ব্যবসায়ী মামুন ইয়াবাসহ আটক

ছাতকের মাদক ব্যবসায়ী মামুন ইয়াবাসহ আটক


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধি:

ছাতকের মাদক ব্যবসায়ী মামুন মিয়া (৪৮) ইয়াবাসহ আবারও আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহর থেকে ৩৫পিস ইয়াবা টেবলেটসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। সে পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী এলাকার বাসিন্দা। রোববার দুপুরে আটক মামুনকে মাদকের মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে সৌপর্দ করা হয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মঈন উদ্দিনের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক মহাদেব বাছাড়েরর নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়ী মামুন মিয়াকে শহর থেকে ইয়াবাসহ আটক করেন। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে র‌্যাব-পুলিশসহ একাধিক বাহিনী তাকে মাদকসহ তাকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে থানায় দায়ের করা ১৩টি মামলা সুনামগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো.দেলোয়ার হোসেন জানান, মাদক ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে আদালতে মাদকের একাধিক মামলা রয়েছে। সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে তার রিমান্ডের বিষয়ে আবেদন করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin