বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন


ছাতকের হাসনাবাদ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ এর দাফন সম্পন্ন

ছাতকের হাসনাবাদ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ এর দাফন সম্পন্ন


শেয়ার বোতাম এখানে

ছাতক প্রতিনিধিঃ

ছাতকের জামেয়া ইসলামিয়া দারুল হাদিস হাসনাবাদ (অষ্টগ্রাম) মাদ্রাসার সাবেক  প্রিন্সিপাল ও দীর্ঘদিনের সাবেক শিক্ষা সচিব মাওলানা আব্দুল হাফিজ এর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২আগষ্ট) সকাল ১১টায়  উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি-করছখালী মদীনাতুল উলুম মহিলা মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জনাজায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জাউয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোস্তফা কামাল, ভুইগাও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা আব্দুল মন্নান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ওয়ারিছ উদ্দিন, সিলেট দারুস সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল হক, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা  ইমাম উদ্দিন, মাওলানা সাঈদ আহমদ, দারুল উলুম ছাতকের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমান, নোয়ারাই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজাদ মিয়া, গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, হাসনাবাদ মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির,
শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ইছকন্দর আলী, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শওকত আলী, গাবুরগাও মাদ্রাসার প্রিন্সিপাল কামরুজ্জামান, হাসনাবাদ মাদ্রাসার শিক্ষা সচিব নোমান আহমদ, নাজমুল হোসেন, জাকির হোসেন প্রমুখ। 

এসময় মাওলানা মুফতি মহি উদ্দিন,  মাওলানা আকতার হোসাইন, মাওলানা আকিক হোসাইন, মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা সদরুল আমিন, মাওলানা রমিজ উদ্দিন, মরহুমের জামাতা মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল হাসনাত, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুর রশিদ, জসিম উদ্দিন, মাও. নুরুল হক, মাওলানা নুরুল আমিন, খালিদ আহমদ খলিল, বদর উদ্দিনসহ হাসনাবাদ অষ্টগ্রাম এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন, মরহুমের ছেলে মাওলানা শাহিনুর পাশা ও দোয়া পরিচালনা করেন, সিলেট দারুস সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল হক। মৃত্যুকালে স্ত্রী-৫ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মাওলানা আব্দুল হাফিজ বুধবার (১১আগষ্ট) বিকেল ৫টায় সিলেটের মদিনা মার্কেট বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। ##


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin